পৌরসভা ভোটে টিকিট না পেয়ে কেউ কেঁদে ভাসালেন আবার কোথাও শেষ মুহূর্তে প্রার্থী হওয়ার আশায় নিজের স্ত্রীর ওয়ার্ডেই মনোনয়ন জমা দিলেন আর এক তৃণমূল নেতা। একজন তৃণমুলের প্রাক্তন জেলা সম্পাদক, তো অন্যজন জেলার প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি ইফতিকার আহমেদ। তৃণমূলের দলীয় টিকিটে প্রার্থী হতে না পেরে কেঁদে ভাসালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল রব। এমনকি বর্ধমান পৌরসভার ২ নং ওয়ার্ড থেকে আব্দুল রবের স্ত্রী তনুজা বেগমকেও প্রার্থী না করায় কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশাপাশি ২ নং ওয়ার্ডে প্রার্থী হিসাবে তাঁকে দাঁড়ও করান তিনি।

অন্যদিকে, বর্ধমান পৌরসভার ৫ নং ওয়ার্ডে নিজের স্ত্রীর বিরুদ্ধেই মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু। তৃণমূল ৫ নং ওয়ার্ডে প্রার্থী করেছে ইফতিকার আহমেদের স্ত্রী শেফালী বেগমকে। সেই ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন ইফতিকার আহমেদ। যদিও ইফতিকার আহমেদের দাবি, স্ত্রী মনোনয়নের পর অসুস্থ হওয়ায় তিনি আজ ৫ নং ওয়ার্ডে মনোনয়ন দাখিল করেছেন, কাল মনোনয়ন তুলে নেবেন। বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে তৃণমূলের হয়ে ৪১ টি মনোনয়ন জমা পড়েছে।

বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস জানান, সকলেরই আশা থাকে দলীয় টিকিটে প্রার্থী হিসাবে দাঁড়ানোর। তাই অনেকে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছিলেন। দল যাদের প্রতীক দেবে তাঁদের বাইরে যে ৫ জন আছেন, তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি তিনি ইফতিকার আহমেদের মনোনয়ন দাখিল প্রসঙ্গে বলেন, ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় উনি মনোনয়ন দাখিল করেছিলেন। ভেবেছিলেন দল স্ত্রীর বদলে তাঁকে প্রার্থী করবে কিন্তু দল ওনার স্ত্রীকেই প্রার্থী করেছে।

Like Us On Facebook