টিকা নেওয়ার পর সাড়ে চার মাসের একটি শিশু অসুস্থ হয়ে পড়ে। সরকারি হাসপাতালের এক নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের। এমনকি ওই নার্সের কাছে ক্ষতিপূরণও দাবি করা হয়েছে বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের ভাতাড়ের ঘটনা।
গত ২৭ জুলাই সাড়ে ৪ মাসের এক শিশুকে ভাতাড়ের বালসিডাঙা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিকা দেওয়া হয়। পরিবারের অভিযোগ, টিকা নেওয়ার পরেই সূচ ফোটানোর জায়গাটি লাল হয়ে ফুলে ওঠে। পরে ওই জায়গায় পুঁজ জমতে শুরু করে। অসুস্থ শিশুটিকে নিয়ে এরপর ভাতাড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকের পরামর্শে ভর্তি করানো হয় বর্ধমান হাসপাতালে। সেখানেই শিশুর অস্ত্রোপচারের কথা জানানো হয়।তখনই পরিবার সিদ্ধান্ত নিয়ে বর্ধমানেরই একটি বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচার করান। শিশুটির পরিবারের পক্ষ থেকে আকবর আলি ও মমতাজ খাতুন এরপরই লিখিত অভিযোগ জানান এএনএম কর্মী গার্গী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।
সংক্রমিত হওয়ায় শিশুটির পায়ে গত ৪ অগস্ট অস্ত্রোপচারও করাতে হয়েছে। তার আগে সোমবার শিশুটিকে সঙ্গে নিয়ে তার বাবা-মা ভাতাড় বিডিও অফিসে যান। ঘটনার তদন্ত করে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তাঁরা। শিশুর পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার গাফিলতির কারণেই এমন সংক্রমণ হয়েছে। তাই ভুল চিকিৎসার ক্ষতিপূরণ দিতে হবে। যদিও অভিযুক্ত নার্স এবিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন নি। পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান, ঘটনার তদন্ত করে ভাতাড় বিএমওএইচ-এর কাছে রিপোর্ট তলব করা হয়েছে।