কিছু দিন আগে এলাকার মহিলারা মদ সরবরাহকারী গাড়ি আটকে প্রতিবাদে সামিল হয়। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নেওয়ায় এলাকার মদ ব্যবসায়ীদের বাড়বাড়ন্তে এবার মদের নেশায় চুর হয়ে স্থানীয় এক ব্যাক্তির নালায় পড়ে মৃত্যু ঘটার অভিযোগে এলাকার মানুষের ক্ষোভ বাড়ল। সোমবার দুর্গাপুরে বিধান পার্কের আড়া কালী নগরের সঞ্জীব সরকারের নালায় পড়ে মৃত্যু ঘটে।
স্থানীয় মানুষ কাঁকসা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মলানদিঘী গ্রাম পঞ্চায়েত সদস্য ফেলারাম গোস্বামী বলেন, স্থানীয় বাসিন্দা সঞ্জীব সরকার মদ ও গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকত। নালায় পড়ে মৃত্যু ঘটে সঞ্জীবের। ফেলারামবাবু বলেন, কিছুতেই এলাকায় অবৈধভাবে মদ বিক্রি বন্ধ করতে পারছি না। এখানে নেশার কবলে পড়ে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। উল্লেখ্য, আড়া কালী নগরে ছোট ছোট গুমটি দোকানেও মদ বিক্রি হচ্ছে। অবৈধ মদকে কেন্দ্র করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মহিলারা সদর্থক ভূমিকা নিলেও পুলিশ কোন সহযোগিতা করছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।