‘দিদি দিল্লি জায়েগা, মোদী ঘন্টা লেকে জায়েগা’ – এই আওয়াজ তুলেই চলচ্চিত্র অভিনেত্রী ইন্দ্রানী হালদার নিবার্চনী আসর মাতালেন দুর্গাপুরের সগড়ভাঙায়। বুধবার সগড়ভাঙার চড়কতলায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে ভোট প্রচারে আসেন ইন্দ্রানী হালদার।
ইন্দ্রানী হালদার এদিন উপস্থিত ভোটারদের কাছে বাংলার উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে উপস্থিত ভোটারদের কাছে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট প্রার্থনা করেন। এদিন ইন্দ্রানী ভোটারদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মত সারা দেশের মানুষের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসানোর আর্জি জানান। ইন্দ্রানী বলেন, ‘আপনার একটা ভোটই একজন বাঙালিকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারে।’ এদিন চড়া রোদ উপেক্ষা করেই বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীকে এক ঝলক দেখতে মানুষের ঢল নামে সগড়ভাঙায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?