জাতির সেবায় দুর্গাপুরে অবস্থিত কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) ৬০ বছর পূর্ণ করল। রবিবার সিএমইআরআই-এর ‘ডায়মণ্ড জুবিলি’ অনুষ্ঠানের সূচনা করেন সিএমইআরআই-এর ডিরেক্টর ডঃ হরিশ হিরানি, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর ডিরেক্টর জেনারেল ডঃ গিরিশ সাহনি ও শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ডিরেক্টর প্রফেসর অজয় রায়।

এদিন দেশের অন্যান্য কেন্দ্রীয় গবেষণা সংস্থার বিভিন্ন আবিষ্কার সম্বলিত ‘মেক ইন ইন্ডিয়া’ প্রদর্শনীর উদ্বোধন করেন ডঃ গিরিশ সাহনি। এছাড়াও সিএমইআরআই-এর আবিস্কৃত কয়েকটি প্রযুক্তিরও উদ্বোধন করেন ডঃ সাহনি। সিএমইআরআই-এর আবিষ্কৃত এই প্রযুক্তিগুলি হল- স্বল্পমূল্যের ব্যাটারি চালিত হুইল চেয়ার, বাড়িতে আর্সেনিক ও ফ্লুরাইড মুক্ত জলের জন্য স্বল্পমূল্যের ফিল্টার, আদা প্রক্রিয়াকরণ প্ল্যান্ট এবং সোলার পার্ক।