আসন্ন দুর্গাপুর নগর নিগম নির্বাচনকে পাখির চোখ করে দুর্গাপুর নগর নিগমের মেয়র বৃহস্পতিবার ৫টি উন্নয়ন মুলক প্রকল্পের শিলান্যাস করলেন দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে। এই প্রকল্পগুলি হল, ভগৎ সিং স্টেডিয়ামে ৭.৫ কোটি টাকায় গ্যালারি নির্মাণ, সৃজনী ও নগর নিগমের সামনে সোলার ট্রী, সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে অত্যাধুনিক জিম ও সিটি সেন্টারের মাঙ্গলিক-এর পাশেই আর একটি গেস্ট হাউস নির্মাণ। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মেয়র অপূর্ব মুখার্জী ছাড়াও সিএমইআরআই-এর ডিরেক্টর ডঃ হরিশ হিরানি ও নগর নিগমের সমস্ত মেয়র পারিষদরা উপস্থিত ছিলেন।
Like Us On Facebook