.
শনিবার দুর্গাপুরে অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের দুর্গাপুর ক্যাম্পাসের উদ্বোধন হল। রাজস্থানের কোটা থেকে পথচলা শুরু হয় অ্যালন ইনস্টিটিউটের। দেশের ১৮টি রাজ্যের ৩৭ টি শহরে রয়েছে অ্যালেনের শাখা। দুর্গাপুরের সিটি সেন্টারের পুষ্পাঞ্জলি হোটেলে অ্যালন ইনস্টিটিউটের কার্যালয়ের উদ্ধোধন হয়। আগামী ২১ মার্চ থেকে এই শাখায় পঠনপাঠন শুরু হবে বলে জানা গেছে। মেডিক্যাল(নীট), ইঞ্জিনিয়ারিং(জেইই) সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির শিক্ষাদানের ক্ষেত্রে এই ইনস্টিটিউটের যথেষ্ট খ্যাতি রয়েছে। অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়ারা অ্যালেন ইনস্টিটিউটে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে পারে বলে জানা গেছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট তুষার পারেখ জানান, রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে, আগামী দিনে ওয়েবেল আইটি হাবে প্রয়োজনীয় জায়গা পেয়ে উন্নতমানের ল্যাব তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। আশেপাশের এলাকা থেকে আগত ছাত্র-ছাত্রীদের জন্য হস্টেলের ব্যবস্থা করা হবে।