বৃষ্টি ভেজা রবিবার প্রবল বর্ষণ উপেক্ষা করেই দুর্গাপুর পৌর নির্বাচনের প্রচার সারলেন দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী প্রার্থীরা। দুর্গাপুর পৌরসভা দখলের লড়াই এ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক ও বিরোধী দল উভয়েই। রবিবার তাই সব অভিমান ভুলে দুর্গাপুর পৌরসভার সদ্য প্রাক্তন মেয়র ও তৃণমূল কংগ্রসের প্রাক্তন শিল্পাঞ্চল সভাপতি তথা প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী ১৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায়ের সমর্থনে দুর্গাপুর পৌরসভা জয়ের লক্ষ্যে অনুগামীদের নিয়ে ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। ২০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রমা প্রসাদ হালদারের সমর্থনে বিদ্রোহ ভুলে বিক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা তথা সদ্য প্রাক্তন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান চন্দন সাহা প্রচারে নামেন। প্রবল বৃষ্টি মাথায় নিয়েই প্রচার সারলেন রবিবার ২৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি রায়। ১২ নং ওয়ার্ড আমরাই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ববিতা মুখার্জীর সমর্থনে মিছিলে পা মেলালেন কাটোয়ার তৃণমূল কংগ্রেস নেতা রবিন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাছাড়া বিরোধীরাও রবিবার নিবার্চনী প্রচার সারলেন বৃষ্টিকে সাথী করেই। রবিবার প্রচার সারলেন ১০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী চিরঞ্জিত ধীবর। রবিবার প্রচার না করলেও ২৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী তরুণ দাসের অনুগামীরা প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখলেন সারা দিন। ২৮ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী অরুণিমা সাহার সমর্থনে বিজেপির দলীয় কর্মীরা বৃষ্টি থামার পর সন্ধ্যায় ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন। ২২ নং ওয়ার্ডে শুভাশীষ মাইতি দলীয় কর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজেই সিটিসেন্টারের বিভিন্ন পাড়ায় ভোটের প্রচার করলেন যেমন তেমনি ২৮ নং ওয়ার্ডের বামকর্মীরা প্রার্থীর সমর্থনে রবিবার প্রচার সারলেন সিপিএমের দুই হেভিওয়েট নেতা দলের প্রার্থীদের বিজয়ী করতে ৪১, ৪২ ও ৪৩ নং ওয়ার্ডের জনসভায় শাসক দলের বিরুদ্ধে সরব হলেন।

Like Us On Facebook