পুকুরে স্নান করতে নেমে শুক্রবার সকালে জলে তলিয়ে গেলেন এক অবসরপ্রাপ্ত ইসিএলের কর্মী। জানা গেছে, পুকুরে তলিয়ে যাওয়া ব্যক্তির নাম আশীষ চট্টোপাধ্যায় (৬৪)। উখরার সন্ন্যাসী তলার বাসিন্দা। তিনি প্রত্যেকদিন সকালে স্থানীয় পাণ্ডে পুকুরে স্নান করতে আসতেন।
স্থানীয় মানুষজন জানান, আশীষবাবু প্রত্যেকদিন সকালে দীর্ঘ সময় জলে নেমে স্নান করতেন। শুক্রবার সকালে পুকুরে স্নান করতে নেমে আর ওঠেননি আশীষবাবু। পুকুরপাড়ে তাঁর ব্যবহৃত গামছা, চপ্পল সব পড়ে ছিল। স্থানীয় মানুষ জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুকুরে তল্লাশি শুরু করে।এদিন দুপুরে আশীষবাবুর মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার কোলিয়ারি এলাকায় ছিল তীব্র ঠান্ডা। কনকনে ঠান্ডা জলে স্নান করতে নেমে আশীষবাবু আর উঠতে পারেননি বলে অনুমান স্থানীয়দের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook