অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ হওয়ায় দাম্পত্য কলহ লেগেই থাকত দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্রমিক নগরের বাসিন্দা রমেশ বাউরি ও মনিকা বাউরির মধ্যে। রবিবার সুযোগ বুঝে স্ত্রী মুখে বালিশ চাপা দিয়ে স্বামীকে খুন করল। স্বামী রমেশ বাউরির ভাই সুরেশ বাউরি ও মা বীনা বাউরি এমনই অভিযোগ দায়ের করল কোকওভেন থানায়। পুলিশ অভিযোগ পেয়ে মৃত সুরেশের স্ত্রী মনিকা ও শ্যালককে আটক করেছে।
Like Us On Facebook