ফের বেআইনী অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল মেমারি থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৪৭টি নার্সিংহোম বা হাসপাতালগুলিতে ব্যবহার করার অক্সিজেন সিলিন্ডার। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে মেমারি থানার পাহাড়হাটি থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রান্নার গ্যাসের গুদাম থেকে বেআইনিভাবে মজুদ করা ১০টি সিলিন্ডার উদ্ধার করে। গ্রেফতার করা হয় দীপঙ্কর দত্ত নামে একজনকে। তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর বুধবার তাঁর পুরানো গুদাম থেকে পুলিশ উদ্ধার করেছে আরও ৪৭টি অক্সিজেন সিলিন্ডার।
উল্লেখ্য, চলতি করোনা আবহে যখন চারিদিকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এক শ্রেণির মানুষ নিদ্বির্ধায় কালোবাজারিতে নেমে পড়েছেন সেই সময় একের পর এক সংস্থা এগিয়ে আসছেন সাধারণ মানুষের কাছে প্রাণবায়ু পৌঁছে দিতে। বুধবারও বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন আবিরা নামে একটি সংস্থা। প্রতিটি বিধানসভার বিধায়কের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়ার কাজ করছেন মেমারির পাল্লারোডের পল্লীমঙ্গল সমিতি। এই অবস্থায় মানুষের বাঁচার জন্য প্রাণবায়ু নিয়ে কালোবাজারি বাড়তে থাকায় চিন্তা বাড়ছে।