অবশেষে ডিএসপি-এনএসপিসিএল সোলার প্ল্যান্টের জন্য ডিএসপির জমি থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে দখলদার উচ্ছেদ শুরু হল।দুর্গাপুরের ভগত সিং মোড়ের কাছে সোলার প্ল্যান্টের জন্য জমি চিহ্নিত করে বিরাট পুলিশ বাহিনীর সহযোগিতায় ডিএসপি কর্তৃপক্ষ দখলদার উচ্ছেদ শুরু করে।যদিও ডিএসপির জমিতে দীর্ঘদিন ধরে থাকা দখলদাররা এদিন কোন প্রতিরোধ গড়ে তোলেনি। স্বাভাবিকভাবে দখলদার উচ্ছেদে কোন বাধার সম্মুখীন হতে হয়নি ডিএসপি কর্তৃপক্ষকে।
জানা গেছে, ডিএসপি কারখানা কর্তৃপক্ষ এনএসপিসিএলের সহযোগিতায় ভগত সিং মোড় সংলগ্ন ডিএসপির ফাঁকা জমিতে ২০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট করতে চলেছে। প্রস্তুতি পর্ব সম্পন্ন। কিন্তু ডিএসপির জমিতে দখলদার থাকায় জমি চিহ্নিত করণের কাজে বাধা পড়ছিল বার বার। ডিএসপি কর্তৃপক্ষ বাধ্য হয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসনের দারস্থ হয়। কয়েক দিন আগে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় জমি চিহ্নত করণের কাজ সম্পন্ন হয়। বৃহস্পতিবার দুর্গাপুরের এসিপি উমেশ গণপতের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর নিয়ে জমি দখলদার মুক্ত করার কাজ শুরু হয়। ডিএসপির টিএ বিল্ডিংয়ের ডিজিএম উমা মহেশের দাবি জমি দখল মুক্ত হয়ে গেলেই খুব শীঘ্রই সোলার প্ল্যান্টের কাজ শুরু হয়ে যাবে এই জমিতে।