গত পাঁচদিন ধরে ক্লাবের সামনে মাঠে পড়ে যন্ত্রনায় কাতরাচ্ছে এক অজ্ঞাত পরিচয় কিশোরী। ক্লাব সদস্যরা পুলিশকে বললেও পুলিশ অসুস্থ ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় নি বলে অভিযোগ। পুলিশ শুধু ক্লাব সদস্যদের কথা রাখতে মাঠে এসে দেখে চলে যায় বলে অভিযোগ। অসুস্থ ওই কিশোরীকে শেষমেষ উদ্ধার করে হাসপাতালে পৌঁছাতে ক্লাব সদস্যরা দুর্গাপুর সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলে পুলিশ তড়িঘড়ি শুক্রবার সকালে অ্যাম্বুলেন্সে করে ওই কিশোরীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, দুর্গাপুরের এমএএমসির জুবিলি ক্লাবের মাঠে গত পাঁচদিন ধরে অসুস্থ এক অজ্ঞাত পরিচয় কিশোরী পড়ে রয়েছে। ক্লাব সদস্যরা অসুস্থ ওই কিশোরীকে খাবার দিচ্ছেন। কিন্তু অসুস্থ ওই কিশোরীর চিকিৎসার প্রয়োজন। তাই পুলিশ প্রশাসনের সাহায্য প্রয়োজন। কিন্তু গত পাঁচদিন ধরে পুলিশকে বলেও কোন সাহায্য পাওয়া যায় নি বলে অভিযোগ জুবিলি ক্লাবের সদস্যদের। শুক্রবার সকালে জুবিলি ক্লাবের সদস্যরা দুর্গাপুরের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। দুর্গাপুরের সংবাদ মাধ্যমের কর্মীদের মাধ্যমে দুর্গাপুরের মহকুমাশাসকের কানে বিষয়টি পৌঁছলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ নড়েচড়ে বসে এবং অসুস্থ ওই কিশোরীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।