তুচ্ছ কারণ বসত মায়ের বকা খেয়ে আইসিএসই’র এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে বুধবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায়। মৃত ছাত্রের নাম ইন্দ্রানীল বড়ুয়া। বাবার নাম সুব্রত বড়ুয়া, আসানসোলে পূর্ত বিভাগের কর্মী। মা সোমা বড়ুয়া পুরষা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
জানা গেছে, পরীক্ষা খারাপ হওযায় মা ইন্দ্রানীলকে বকাবকি করেন মঙ্গলবার রাতে। বুধবার ইন্দ্রনীলের পরীক্ষা ছিল না। ফের ১৫ মার্চ পরীক্ষা ছিল বলে জানা গেছে। ইন্দ্রনীল দুর্গাপুরের সেন্ট পিটারস স্কুলের ছাত্র ছিল। অভিমানী ইন্দ্রনীল বুধবার মা বাবা কর্মস্থলে বেরিয়ে যেতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমাদেবী বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। সোমাদেবীর কান্নার আওয়াজে পড়শীরা সকলে ছুটে এসে ঝুলন্ত ইন্দ্রনীলকে নামিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইন্দ্রনীলকে মৃত ঘোষণা করেন। ইন্দ্রনীলের মা সোমাদেবী ছেলের শোকে বাকরুদ্ধ।বাবা সুব্রত বড়ুয়া কাঁদতে কাঁদতে বলেন, ছেলে খুব অভিমানী ছিল। ওর মাকে অনেকবার বলেছি ওকে পড়াশুনার জন্য বকাবকি কোরোনা। ইন্দ্রনীলের মামা সঞ্জীব বড়ুয়া বলেন, ইন্দ্রনীল খুব ঠাকুর ভক্ত ছিল। প্রদীপ জ্বালিয়ে পুজো অর্চনা করে ও এই মর্মান্তিক ঘটনা ঘটায়।