বাপের বাড়িতে রাখতে যাওয়ার নাম করে মাঝ রাস্তায় জঙ্গলে নামিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুনের চেষ্টা স্ত্রীকে। পলাতক অভিযুক্ত স্বামী। তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দুর্গাপুরে এনআইটি সংলগ্ন জঙ্গলে। জানা গেছে, বুধবার ভোরে শ্বশুরবাড়ি পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জ থেকে বাপের বাড়ি কৃষ্ণনগর নিয়ে যাবে বলে তিন বছরের ছেলেকে নিয়ে বাইকে করে বাড়ি থেকে বের হয় মহম্মদ সমীর ও তাঁর স্ত্রী সাবিনা বিবি। কিন্তু দুর্গাপুর থানা এলাকার এনআইটি চার নম্বর গেটের পাশে এক জঙ্গলের কাছে এসে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার নামে বাইক দাঁড় করিয়ে ডিকি থেকে ছুরি বের করে সাবিনার গলায় চালিয়ে দেয়। সাবিনা চিৎকার করতে থাকলে বাইক নিয়ে স্ত্রী ও ছেলেকে ছেড়ে পালিয়ে যায়। পরে এলাকার মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় সাবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে। সাবিনা বিবির বক্তব্য, তাঁর স্বামী মহম্মদ সমীর অন্য এক মেয়েকে বিয়ে করেছে। তাই প্রায় দিনই ঝগড়া এবং মারধর করত তাঁর স্বামী এবং দেওড়রা। তাই আজ বাপের বাড়ি রেখে আসতে যায় যদি সাবিনাকে তার পরিবারের সদস্যেরা খুন করে দেয় সেই ভয় দেখিয়ে। জখম সাবিনা বিবি বলেন, ‘বাপের বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে আমাকে খুন করতে এখানে নিয়ে আসে। গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায় আমার স্বামী।’

Like Us On Facebook