ফের প্রচুর কচ্ছপ উদ্ধার হল দুন এক্সপ্রেস থেকে। সম্প্রতি জেলায় একসঙ্গে এত কচ্ছপ উদ্ধার হয়নি। দীর্ঘদিন ধরেই পাচারকারীরা দুন এক্সপ্রেসকে কচ্ছপ পাচারের জন্য ব্যবহার করছিল। প্রায়ই বর্ধমান স্টেশনে রুটিন তল্লাশির সময় জিআরপি দুন এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধার করছিল। এবার দুর্গাপুর স্টেশনে বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার করল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (ডব্লিউসিসিবি) এবং সিআইডি সঙ্গে আটক করা হল চার ব্যক্তিকে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডব্লিউসিসিবি এবং সিআইডি যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে দুর্গাপুর রেল স্টেশনে দুন এক্সপ্রেসের এস-১১ কামরা থেকে ২২টি বস্তাবন্দি ৬৮৯ টি ‘ইন্ডিয়ান সফট শেল টার্টল’ প্রজাতির কচ্ছপ উদ্ধার করল। একই সঙ্গে কচ্ছপগুলি পাচারের অভিযোগে ডব্লিউসিসিবি এবং সিআইডি ৪ ব্যক্তিকে আটক করে। কচ্ছপগুলিকে বন দফতর ও আটক ৪ ব্যক্তিকে কোকওভেন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সিআইডি সূত্রে জানা গেছে, কচ্ছপগুলি উত্তর প্রদেশের সুলতানগঞ্জ থেকে আনা হচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন লছমন কুমার (৩০), রাজ কুমার (২৫), সুশীল কুমার (২০) ও রাজু কুমার (৩০)। সকলেই উত্তর প্রদেশের সুলতানগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।




Like Us On Facebook