লকডাউনে মদের দোকানে লম্বা লাইন দেখা গিয়েছিল। তারপর রবিবার নবমীর দিন সকালে থেকে ফের এক দীর্ঘ লাইন দেখা গেল দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায়। এদিন ভোর থেকেই লম্বা লাইন দুর্গাপুর সহ বিভিন্ন এলাকার মাংসের দোকানে। সঙ্গে মাংসের চড়া দামও নেওয়া হয় বলে অভিযোগ।

রবিবার সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মাংসের দোকানে লম্বা লাইন দেখা যায়। সামাজিক দুরত্ব শিকেয় তুলে মহানবমীর সকালে বাঙালি রসনা তৃপ্তির জন্য মাংসের দোকানে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ে। লম্বা লাইনে কিছু মানুষের মুখে মাস্ক থাকলেও বেশির ভাগ মানুষের মুখেই নেই মাস্ক। সামাজিক দুরত্ব শিকেয় তুলে পছন্দমত মাংস কিনতে দোকানের সামনে উপচে পড়ল ভিড়। আবার মাংসের দোকানদাররাও স্বাস্থ্যবিধি ভুলে দেদার মাংস কেটে বিক্রি করলেন।

 

Like Us On Facebook