দীপাবলির আর দেরি নেই। আলোর উৎসবের উপাচার কেনায় ব্যস্ত শহর। বর্ধমানের বাজারে এলইডি আলোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মোম প্রদীপ ও শৌখিন প্রদীপের চাহিদা। অভিজাত শপিং মল থেকে পাড়ার ফুটপাতে এখন মোম প্রদীপ আর শৌখিন প্রদীপের রমরমা। বর্ধমানের বিভিন্ন বাজারেও চাহিদা বাড়ছে শৌখিন প্রদীপের। চুমকি, পুঁতি, কাচ ও নানা রঙের রোলেক্স ডাস্ট সহযোগে সুসজ্জিত মোম প্রদীপ ও শৌখিন প্রদীপ সহ আলোর উৎসবের উপাচার কেনায় ব্যস্ত বর্ধমানের মানুষ। বি সি রোডের বিক্রেতারা জানান আগে মূলত অবাঙালি সম্প্রদায়ের মানুষ দীপাবলিতে এই শৌখিন প্রদীপ ব্যবহার করলেও বেশ কয়েক বছর ধরে বাঙালি ক্রেতাদেরও ঝোঁক বাড়ছে এই প্রদীপের দিকে।