সাঁওতালিকে প্রথম ভাষা রেখে অলচিকি লিপিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ‍্যে প্রথম স্থান অধিকার করল দুর্গাপুরের কাঁকসার একলব‍্য মডেল‌ আবাসিক স্কুলের ছাত্র বিশ্বনাথ মাড্ডি। বিশ্বনাথের প্রাপ্ত নম্বর ৪৫৭ (৯১.৪%)। কাঁকসার মলানদিঘির বাসিন্দা বিশ্বনাথ ষষ্ঠ শ্রেণি থেকেই একলব‍্য মডেল‌ আবাসিক স্কুলে পড়াশোনা করছে। বাবা বাবুরাম মাড্ডি চাষের কাজ করেন।

আর্থিক অস্বচ্ছলতাকে সঙ্গী করে বড় হয়ে ওঠা আদিবাসী পড়ুয়া বিশ্বনাথ আইনের পাঠ নিয়ে একজন নামজাদা আইনজীবি হতে চায়। স্কুলের টিচার-ইনচার্জ গৌরব মিশ্র জানান, জীবনে এগিয়ে চলার পথে স্কুলের পক্ষ থেকে বিশ্বনাথকে তার প্রয়োজনমতো সাহায্য করা হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বনাথ পড়াশোনায় একনিষ্ঠ। তার সাফল্যে স্কুলের নাম উজ্জ্বল হল। গত বছর সীমা সোরেন উচ্চ মাধ্যমিকে ৪০৭ নম্বর পেয়ে রাজ্যে অলচিকি লিপিতে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছিল। গত কয়েক বছর ধরেই আমাদের স্কুলের পড়ুয়ারা ভাল ফল করছে।’

কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বিশ্বনাথকে তার স্বপ্ন পূরণের জন্য সমস্ত রকম প্রশাসনিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিশ্বনাথকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং মিষ্টি মুখ করান।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook