কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়িরবিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দুর্গাপুরের ধোবি ঘাটে। খবর পেয়ে গৃহবধূর শ্বশুর বাড়িতে ছুটে আসেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন। গৃহবধূর শ্বাশুড়ি সোমা নায়েককে মারধর করেন মৃতার বাড়ির লোকজন। মৃত গৃহবধূর নাম প্রথমা নায়েক। তাঁর বয়স ২০ বছর। অণ্ডালের দুপচুরিয়া এলাকায় বাবার বাড়ি। ২০১৯ সালে ধোবি ঘাটের বিশ্বজিৎ নায়কের সঙ্গে বিয়ে হয় প্রথমাদেবীর। বিয়ের পর থেকেই টাকা পয়সার জন্য প্রথমাকে চাপ দিত স্বামী বিশ্বজিৎ নায়েক, শ্বশুর দিলীপ নায়েক ও শাশুড়ি সোমা নায়েক – এমনই অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের। বৃহস্পতিবার সকালে মৃতার বাবা কাশীনাথবাবুকে শ্বশুর বাড়ি থেকে ফোন করে প্রথমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়। পুলিশ প্রথমার স্বামী, শ্বশুরকে আটক করেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।