দুর্গাপুরে বিধাননগরের স্টিল পার্ক এলাকায় একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে রবিবার রাতে ক্ষোভে ফেটে পড়ে হোটেলে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের বিরুদ্ধে স্থানীয় মানুষ ক্ষোভে উগরে দেন। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয় বাসিন্দারা হোটেলটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন।

এদিকে, স্থানীয় মানুষের সমস্ত অভিযোগ অস্বীকার করে হোটেল কর্তৃপক্ষ বলেন, ‘কোন অসামাজিক কার্যকলাপ হোটেলে হয় না। এলাকার কালী পুজো কমিটির সঙ্গে চাঁদা নিয়ে গন্ডগোল থেকেই হোটেলে ভাঙচুর চালানো হয়েছে।’ হোটেল কর্তৃপক্ষ মিথ্যা বলে নিজেদের বাঁচাতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেন স্থানীয় মানুষ। বেশ কিছুদিন ধরেই এই হোটেলে অসামাজিক কার্যকলাপ স্থানীয় মানুষের সহ্যের সীমা ছাড়িয়েছে, তাই আমরা একজোট হয়ে আজ হোটেলে গিয়ে প্রতিবাদে সরব হলাম বলে দাবি করেন স্থানীয় মানুষজন।


Like Us On Facebook