ব্যাঙ্কের লোন পরিশোধ করতে না পারায় কোর্টের নির্দেশে বুধবার দুর্গাপুরের ভিড়িঙ্গী নাচন রোডের হোটেল ক্যাসিনো ইন্টারন্যাশনাল সিজ করে দিল পঞ্জাব ব্যাঙ্কের লোন রিকভারি অফিসার ও আইনজীবী। ব্যাঙ্ক আধিকারিকরা জানিয়েছেন, ২০০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বকেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় সাড়ে তিন কোটির উপর। বারবার হোটেল কর্তৃপক্ষকে ঋণ শোধের নোটিশ পাঠালেও কর্তৃপক্ষ ঋণ শোধ করতে পারে নি। বুধবার দুপুরে পঞ্জাব ব্যাঙ্কের আধিকারিকরা বিশেষ আদালতের নির্দেশ এনে নাচন রোডের উপর অবস্থিত এক সময়ের শহরের নামজাদা হোটেল ক্যাসিনো ইন্টারন্যাশনালের দখল নেন। যদিও হোটেলের মালিক পক্ষের কাউকে সিজ করার সময় দেখা যায় নি। এই ঘটনায় স্থানীয় এলাকার বণিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
বুধবার কলকাতার বিশিষ্ট আইনজীবী তথা পঞ্জাব ব্যাঙ্কের স্পেশাল অফিসার তাপস ভৌমিক বর্ধমান ডট কমকে বলেন, হোটেল ক্যাসিনো ইন্টারন্যাশনালের মালিক রামপদ কোনার ভিড়িঙ্গী নাচন রোডের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ক্যাশ-ক্রেডিট লোন নেওয়ার পর সেই লোন পরিশোধ না করায় বার বার নোটিশ দেওয়া হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে লোনের টাকা উদ্ধারের জন্য কলকাতার বিশেষ আদালতের নির্দেশে আজ ব্যাঙ্কের তরফ থেকে হোটেলটির ফিজিক্যাল পজেশন নেওয়া হল।
হোটেলে কর্তব্যরত বেসরকারি এজেন্সীর নিরাপত্তা রক্ষী বলেন, আমার ডিউটির জন্য হোটেলের রিসেপশন রুমটি ছাড়া পুরো হোটেলটিই ব্যাঙ্কের অফিসাররা এসে আজ সিজ করে দিল।