অ্যাপ ক্যাব ওলার এক গাড়ি চালক গাড়িতে ফেলে যাওয়া যাত্রীর বাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন দুর্গাপুরে। জানা গেছে, ১৪ নভেম্বর সিটি সেন্টারের উদয়শঙ্কর বিথী থেকে সুজাতা মন্ডল নামে এক মহিলা বর্ধমান যান ওলার গাড়ি বুক করে। বর্ধমানে গন্তব্যে নামার কিছুক্ষণ পর সুজাতাদেবী দেখেন গাড়ি থেকে সমস্ত বাগ নামানো হলেও তাঁর হাত ব্যাগটি গাড়ি থেকে নামাতে ভুলে গেছেন। ইতিমধ্যে চালাকও তাঁর গাড়ি নিয়ে দুর্গাপুরের দিকে রওনা হয়ে গেছেন।

কিছুক্ষণ পর ওলা গাড়ির চালক সৌরভ সামন্ত পিছনের সিটে ফেলে যাওয়া ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষণাৎ যে মোবাইল নম্বর থেকে গাড়ি বুক করা হয়েছিল সেই নম্বরে ফোন করে গাড়িতে ব্যাগ ফেলে যাওয়ার কথা জানান। সুজাতাদেবী সৌরভবাবুকে বলেন ব্যাগটি তাঁর কাছেই রেখে দিতে। তিনি দুর্গাপুরে ফিরে ব্যাগটি নিয়ে নেবেন।

শনিবার সুজাতাদেবী ওলা চালক সৌরভ সামন্তকে ফোন করে তাঁর ফিরে আসার কথা জানান। এদিন সৌরভ সুজাতাদেবীর বাড়িতে এসে তাঁর ফেলে যাওয়া ব্যাগটি সুজাতাদেবীর হাতে তুলে দেন। ব্যাগ ফিরে পেয়ে সুজাতাদেবী বলেন, ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ নথি, নগদ টাকা এবং বাড়ির চাবি ছিল। হারিয়ে যাওয়া সব ফিরে পেয়ে সুজাতাদেবীর মন খুশিতে ভরে ওঠে। সুজাতাদেবী বলেন, সৌরভ যে সততার নজির গড়লো তা আমি সারা জীবন মনে রাখবো। সৌরভও খুশি সুজাতাদেবীর হারানো ব্যাগ ভর্তি জিনিস ফিরিয়ে দিতে পেরে।

Like Us On Facebook