বসন্তের ধারায় রঙের ছটায় দোলযাত্রায় মাতল দুর্গাপুর শিল্পাঞ্চলের আপামর মানুষ। দুর্গাপুরের অভিজাত পরিবার থেকে আবাসন, পার্ক সর্বত্র দোল খেলা হয় বৃহস্পতিবার। দুর্গাপুরের ইস্কন মন্দির, হরিসভাগুলিতে ধর্মীয় রীতিতে নাম সংকীর্তন সহকারে দোল উৎসব পালন করা হয়।

অন্যদিকে, দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি পরিবার শান্তিনিকেতনের ভাবধারায় দোল উৎসবের আয়োজন করে। গত চার বছরের মতো এবারও তাঁদের আয়োজিত রবীন্দ্রসঙ্গীত ও বাউল গানের তালে ফাগুনের রঙে আট থেকে আশি সকলেই মেতে ওঠে। চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি পরিবারের সদস্যরা সকালে গানের তালে তাল মিলিয়ে প্রথমে প্রভাত ফেরি বের করে এরপরই বসন্ত উৎসবে আবীরের রঙে রেঙে ওঠেন সকলে।

গীতাঞ্জলি পরিবারের বসন্ত উৎসবের এদিন উদ্ধোধন করেন দুর্গাপুরের মহকুমা প্রশাসক শঙ্খ সাঁতরা। দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় গত পাঁচ বছর ধরে চতুরঙ্গ ময়দানে শান্তিনিকেতনের ঢঙে বসন্ত উৎসব শুরু করেছেন। দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ও বৃহস্পতিবার চতুরঙ্গ ময়দানে বসন্ত উৎসবে যোগ দেন। দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও অরুণ কুমার রথ, ডিএসপির সিআইএসএফের ডিজি উদয়ন ব‍্যানার্জী সহকর্মীদের সঙ্গে দোলের রঙে রেঙে ওঠেন।

মানকরের প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। ডঃ বিআর আম্বেদকর সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মানকরের মানুষদের বসন্তের রঙে রাঙাতে বসন্ত উৎসবের আয়োজন করেন। বাউল গানের তালে তালে আবীরের রঙে রঙিন হয় গোটা মানকর। কাঁকসার নয়ন শুকতলা মাধব মন্দির এক টুকরো নবদ্বীপ ও জয়দেব ধাম। এদিন নয়ন শুকতলার মাধব মন্দিরের প্রতিষ্ঠা দিবস। মহাধুমধামে দোলযাত্রা উৎসব পালন করা হয়।
















Like Us On Facebook