ডিএসপি টাউনশিপে গত কয়েকদিন ধরে তীব্র জল সংকটের প্রতিবাদে সিটু অনুমোদিত হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (এইচএসইইউ)-এর পক্ষ থেকে মঙ্গলবার ডিএসপি কারখানার ইডি(ওয়ার্কস) দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। এইচএসইইউ’র দাবি, অবিলম্বে জল সংকট পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ নিতে হবে, জল, পয়ঃপ্রণালী ও বিদ্যুৎ-এর জীর্ণ পরিকাঠামোর সংস্কার এবং বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে, জল সরবরাহের কাজের সাথে যুক্ত কর্মীদের নিরাপত্তার পাশাপাশি টিএ বিল্ডিং-এ হামলার সাথে যুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, সেন্টার ফর ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রস্তাবিত প্রকল্প রূপায়ণের কাজ শুরু করতে হবে।

নেতৃত্বের অভিযোগ, তীব্র জলকষ্টকে হাতিয়ার করে বিভিন্ন এলাকায় রীতিমতো জলের ব্যবসা ফেঁদে বসেছে এক শ্রেণীর মানুষ। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কোম্পানি যে কয়েকটি জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছে সেগুলিকে রাস্তা থেকে হাইজ্যাক করে নিয়ে এলাকার মানুষের কাছে বালতি হিসাবে চড়া দামে বিক্রি করা হচ্ছে। কতৃপক্ষ সব দেখেও নিশ্চুপ। সার্বিক পরিষেবাকে বিপর্যস্ত করে, মানুষকে তিতিবিরক্ত করে তুলে সমগ্র ব্যবস্থাটাই বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্তই এর পিছনে সক্রিয়।

এদিনের সমাবেশে এইচএসইইউ নেতৃত্বের পক্ষ থেকে শ্রমিক ও সাধারণ মানুষদের আহ্বান জানানো হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাশগুপ্ত, বক্তব্য রাখেন স্বপন মজুমদার, ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী।

Like Us On Facebook