রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুর্গাপুরের ৫৪ ফুটের বাসিন্দা সোহম মিস্ত্রি প্রথম স্থান অধিকার করল। সোহম দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী। সোহম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছিল। তাছাড়া হেমশীলা মডেল স্কুলের আরও দুই কৃতী ছাত্র আসানসোলের বাসিন্দা কৌস্তভ সেন ও শুভজ্যোতি ঘোষ যথাক্রমে তৃতীয় ও দশম স্থান লাভ করেছে। উল্লেখ্য, কৌস্তভ সেন জেইই অ্যাডভান্সড বা আইআইটি প্রবেশিকা পরীক্ষাতে সর্বভারতীয় স্তরে ৪২ র্যাঙ্ক এবং সোহম মিস্ত্রি আইআইটি প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৪৮ র্যাঙ্ক করেছে।
কৌস্তভ সেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় হয়েছে। কৌস্তভ ইতিমধ্যে আইআইটি প্রবেশিকা পরীক্ষায় রাজ্যের প্রথম হয়। বাবা চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার কর্মী। মা স্কুল শিক্ষিকা। হেমশীলা মডেল স্কুলের শুভজ্যোতি ঘোষ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দশম স্থান লাভ করেছে। আর ভিনীত রাজ সপ্তম স্থান লাভ করেছে। হেমশীলা মডেল স্কুলের তিন ছাত্র সহ এই চারজনই ফিটজীর দুর্গাপুর সেন্টারে প্রশিক্ষণ নেওয়া ছাত্র হওয়ার সুবাদে হেমশীলা মডেল স্কুল, ফিটজী সহ পশ্চিম বর্ধমান জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া। হেমশীলা মডেল স্কুলের প্রিন্সিপ্যাল অনিন্দিতা হোমচৌধুরী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় স্কুলের ছাত্রদের সাফল্যে খুশির কথা জানান।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?