.
দুর্গাপুজোয় দুস্থদের বস্ত্রদান কর্মসূচির সঙ্গে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতার বার্তা দিতে বুধবার রাতে স্থানীয় মহিলাদের হাতে হেলমেট তুলে দিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। দুর্গাপুরের নডিহায় বুধবার রাতে দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং স্থানীয় কোকওভেন থানার সহযোগিতায় স্থানীয় দুস্থ মানুষদের বস্ত্র দান করা হয়। এই অনুষ্ঠানে পথ-সুরক্ষার বার্তা বহ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিও পালন করা হয়। পুজোর আনন্দ যেন বিষাদে পরিণত না হয়- এই উদ্দেশ্যেই এদিন স্থানীয় মহিলাদের হাতে সিপি দেবেন্দ্র প্রকাশ সিং, ডিসিপি অভিষেক গুপ্তা, স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও কাঁকসার এসিপি স্থানীয় মহিলাদের হাতে হেলমেট তুলে দিলেন।
Like Us On Facebook