চার দিন ধরে চলা ছট পুজোর পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুক্রবার ছট পুজোর সন্ধ্যা অর্ঘ। ওই দিন বিকেলে ব্রতী মহিলারা সংসার ও সমাজের মঙ্গল কামনায় জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন। শনিবার ভোরে ঊষা অর্ঘের মাধ্যমে শেষ হবে এবারের ছট পুজো।
আগামীকাল সন্ধ্যা অর্ঘের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে দুর্গাপুরের বিভিন্ন বাজারে বৃহস্পতিবার সকাল থেকে ব্রতীদের ভিড় উপচে পড়ল। করোনা আবহে পুজোর সামগ্রী বা ফলের দাম অগ্নিমূল্য হওয়া সত্ত্বেও পুজোর আয়োজনে খামতি না রাখতে বাজার করেন হিন্দিভাষী মানুষজন। তবে পুজোয় খামতি না রাখলেও করোনা মোকাবিলায় এদিন বাজারে আসা মানুষজনদের মধ্যে সচেতনতা চোখে পড়ল না। দোকানে আসা ক্রেতাদের মুখে যেমন মাস্ক ছিল না তেমনি বিক্রেতাদের মুখেও ছিল না কোন মাস্ক। সামাজিক দুরত্ব শিকেয় তুলে এদিন ছট পুজোর বাজার হয় দুর্গাপুরের বিভিন্ন বাজারে। অন্যদিকে শুক্রবার ছট পুজোর সন্ধ্যা অর্ঘ উপলক্ষে বৃহস্পতিবার দুর্গাপুরের বিভিন্ন জলাশয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি নেন ছট পুজো কমিটির উদ্যোক্তারা।