একটি দোকান নির্মাণকে কেন্দ্র করে দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের অন্তর্গত আমরাই গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে মঙ্গলবার রাতে ব্যাপক বোমাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। গোটা এলাকা থমথমে হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় দুই নেতার অনুগামীদের মধ্যে একটি দোকান নির্মাণকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে অশান্ত হয়ে উঠে আমরাই গ্রাম। খবর সংগ্রহ করা পর্যন্ত অবস্থা নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। প্রভাতবাবু বলেন, ‘আমি পুলিশকে বলেছি যেই দোষী হোক পুলিশ যেন আইনানুগ ব্যবস্থা নেয়।’ এদিকে অভিযুক্ত দুই গোষ্ঠীর নেতারা পরস্পরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সমস্ত দায় চাপান বিজেপি ও সিপিএমের ঘাড়ে। খবর সংগ্রহ করা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন



Like Us On Facebook