দুর্গাপুরের আইকিউ সিটি নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে ফিউচার অফ স্মাইল মিশনের অন্তর্গত ৭ দিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচার শিবির বুধবার শেষ হল। ভারত, আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক টিম এই শিবিরে সযত্নে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচার করেন। বিশেষ করে জন্মগত ঠোঁট ও মুখের তালুর ত্রুটি (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) সংশোধনের জন্য নিখরচায় অস্ত্রোপচার করে সুস্থ জীবন ফিরিয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবি সংস্থা অপারেশন স্মাইল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর দুঃস্থ মানুষ সুস্থ জীবন পেতে ছুটে আসেন আইকিউ সিটির ফিউচার অফ স্মাইল মিশন শিবিরে। বিদেশী চিকিৎসকদের স্পর্শে সুস্থ জীবন ফিরে পেয়ে রোগীর পরিবারদের মুখেও হাসি ফোটে। অপারেশন স্মাইল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অভিষেক সেনগুপ্তর দাবি আন্তর্জাতিক চিকিৎসকদের নিয়ে এই ধরনের স্বাস্থ্য শিবির দুর্গাপুরে প্রথম হল। রোগীদের ব্যাপক সাড়া পাওযায় আগামী ছয় মাস অন্তর এই শিবির ফের করা হবে আইকিউ সিটি হাসপাতালে। অভিষেকবাবু বলেন, ‘সাড়ে তিন মাসের শিশু থেকে ৫২ বছরের একব্যক্তি ও এবার গন্নাকাটাদের জন্য অস্ত্রোপচার শিবিরে অস্ত্রোপচার হয়। দুস্থদের মুখে হাসি ফোটানোই ফিউচার অফ স্মাইল মিশনের মূল উদ্দেশ্য। আইকিউ সিটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালের পরিকাঠামো দেখে বিদেশী চিকিৎসকরা প্রশংসা করেন।
Like Us On Facebook