দুর্গাপুরের আইকিউ সিটি নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে ‘দি ফিউচার অফ স্মাইল মিশন’ প্রকল্পে ৭ দিন ব্যাপী এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। ঠোঁট ও মুখের তালুর ত্রুটি (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) সংশোধনের জন্য নিখরচায় অস্ত্রোপচার করে শিশুদের মুখে হাসি ফোটাতে সোমবার থেকে শুরু হয়েছে এই শিবির।
সোমবার নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে এই চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অপারেশন স্মাইল’এর প্লাস্টিক সার্জেন ডা. পার্থ সাধু, ‘অপারেশন স্মাইল’এর এক্সিকিউটিভ ডিরেক্টর অভিষেক সেনগুপ্ত ও দুর্গাপুর আইকিউ সিটি নারায়ণা হাসপাতালের সিইও সঞ্জয় প্রসাদ। এই শিবির চলবে ২৩ আগস্ট পর্যন্ত। ইঙ্গা হেলথ ফাউন্ডেশন, অপারেশন স্মাইল ও নারায়ণা হাসপাতালের যৌথ উদ্যোগে চলছে এই হেলথ ক্যাম্প।
নারায়ণা হাসপাতালে আয়োজিত এই হেলথ ক্যাম্পে ১২০-র অধিক শিশুর ঠোঁট ও মুখের তালুর ত্রুটি সংশোধনের জন্য অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক টিম এই অস্ত্রোপচার করবেন। নারায়ণা হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপুরে এই প্রথম আন্তর্জাতিক চিকিৎসকদের একটি টিম শিশুদের মুখে হাসি ফোটাতে এই ধরণের অস্ত্রোপচারে অংশ নেবেন।