প্রত্যেকদিন ১০০ জন দুস্থ মানুষের সেবার দায়িত্ব নিল দুর্গাপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ। সঙ্গে দুস্থ মহিলাদের বস্ত্র দান করা শুরু হল। বৃহস্পতিবার থেকে দুর্গাপুর ইসকন মন্দিরে দ্বিপ্রাহরিক এই সেবা প্রকল্প শুরু করল মন্দির কর্তৃপক্ষ। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অন্নদান প্রকল্প’। জানা গেছে স্থানীয় দুস্থ মানুষজনের সেবার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করল ইসকন মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের অর্থ ও বস্ত্র দানের উপর নির্ভর করেই এই প্রকল্প শুরু করা হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক ভাবে মন্দিরেই অন্নদান প্রকল্প শুরু হলেও পরে দুর্গাপুর ইসকন মন্দির সংলগ্ন দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় গিয়ে ইসকন মন্দিরের মহারাজরা দুস্থ মানুষদের সেবা দেবেন বলে জানা গেছে। ইসকন মন্দিরের দুর্গাপুর শাখার অধ্যক্ষ ঔদার্য প্রভু মহারাজ বর্ধমান ডট কমকে বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া দুস্থ মানুষের সেবার উদ্দেশ্যে দুর্গাপুরের ইসকন মন্দির কর্তৃপক্ষ অন্নদান প্রকল্প শুরু করল। প্রত্যেক দিন ১০০ জন দুস্থকে মন্দিরে বসিয়ে সেবা দেওয়া হবে এবং দুস্থ মহিলাদের বস্ত্র দান করা হবে। ভক্তদের আর্থিক অনুদান ও নতুন বা পুরাতন বস্ত্র দানের উপর নির্ভর করেই অন্নদান ও বস্ত্রদান কর্মসূচি নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় ১০ কিমি ব্যাসার্ধের মধ্যে বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় গিয়ে মন্দিরের সাধু মহারাজরা দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন।’ অধ্যক্ষ মহারাজ আরও বলেন, ‘এই সমাজ সেবা প্রকল্পে সমাজের যে কোন মানুষই সেবার উদ্দেশ্যে ব্রতী হতে পারেন।’

Like Us On Facebook