Durgapur Projects Workers’ Union-এর উদ্যোগে সোমবার দুর্গাপুর ডিপিএল কলোনিতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়াজন করা হয়। স্বাস্থ্য শিবিরে প্রায় ২০০ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। আমেরিকার ১২ জন বিদেশি চিকিৎসকের দল এই শিবিরে বিভিন্ন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। বিদেশি চিকিৎসকদের পরামর্শ পেয়ে স্বাস্থ্য শিবিরে আসা ডিপিএল কলোনির বাসিন্দারা খুশি। Durgapur Projects Workers’ Union-এর এই উদ্যোগকে স্বাস্থ্য শিবিরে আসা মানুষজন সাধুবাদ জানান।