দুর্গাপুরের বিজড়া হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সম্মান শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কাজী নিজামুদ্দিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করবেন। শিক্ষাঙ্গনের মান উন্নয়নের জন্য বিজড়া হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন এই পুরস্কার পাচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, ১৯৮৮ সালে অন্ডালের ভিলেজ স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগদান করেন কাজী নিজামুদ্দিন। ২০০২ সালে প্রধান শিক্ষক হিসেবে দুর্গাপুরের বিজড়া হাইস্কুলে যোগদান। বিজড়া হাইস্কুলে যোগদানের পর থেকে কাজী নিজামুদ্দিন এই স্কুলের মান উন্নয়নে সহকর্মীদের সঙ্গী করে প্রচেষ্টা চালিয়ে স্কুলকে শিশু মিত্র, নির্মল স্কুল পুরস্কার এনে দিয়েছেন। এবার স্কুলের মান উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার কাজী নিজামুদ্দিনকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করছেন।

এদিকে ৫ সেপ্টেম্বর দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কলিমূল হক রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন সঙ্গে সঙ্গে বিজড়া হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনও রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। শিক্ষক দিবসে জোড়া পুরস্কারে দুর্গাপুরের শিক্ষা মহলে খুশির হাওয়া।

Like Us On Facebook