পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রেলার চালকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে কাঁকসার রঘুনাথপুরের কাছে। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে একটি ট্রেলার বীরভূম থেকে পানাগড়ের দিকে আসছিল এবং একটি ট্রাক পানগড় থেকে বীরভূমের দিকে যাচ্ছিল। রবিবার ভোর পাঁচটা নাগাদ কাঁকসার রঘুনাথপুরের কাছে ট্রাক ও ট্রেলারটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রেলার চালকের। দুর্ঘটনার জেরে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে, ট্রাকটির চালক ও খালাসি পলাতক।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?