মঙ্গলবার হনুমান জয়ন্তী। সোমবার হনুমান জয়ন্তী উপলক্ষে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করেন মহাবীর আখড়ার ভক্তরা। দুর্গাপুরের ইস্পাত নগরী ও বেনাচিতির বিভিন্ন জায়গায় এদিন হনুমানজীর ছবি ও মহিলারা মাথায় কলস নিয়ে বিরাট শোভাযাত্রায় অংশ নেন। ভক্তরা ‘জয়শ্রীরাম, জয় হনুমানজী কী’ স্লোগান দিতে দিতে বিভিন্ন এলাকা ঘোরেন। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে এই শোভাযাত্রা বের করা হয়েছে বলে জানান মহাবীর আখড়ার উদ্যোক্তারা।
Like Us On Facebook