মহা ধুমধামে হনুমান জয়ন্তী পালন হল দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও শিশুরা হনুমান সেজে রাস্তায় রাস্তায় ঘুরলো। আবার কোথাও বড়রা পথ চলতি মানুষকে প্রখর রৌদ্রে পুণ্য লাভের আশায় ঠান্ডা শরবত খাওয়ালেন। মঙ্গলবার দুর্গাপুর শিল্পাঞ্চল এই ভাবেই মাতলো হনুমান জয়ন্তীতে। দুর্গাপুরের ওল্ড কোর্ট, বেনাচিতি, বিধান নগর এস বি মোড় সর্বত্র মহা ধুমধামে হনুমান ভক্তরা মঙ্গলবার পালন করলেন হনুমান জয়ন্তী।
Like Us On Facebook