কাঁকসার শিবপুর এলাকায় যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুগলের নাম, অজয় বাগদি (২১) ও শ্রাবন্তী রুইদাস (১৬)। দু’জনের বাড়িই শিবপুর এলাকায়। বুধবার সকালে স্থানীয় মানুষজন ওই দু’জনকে গ্রামের একটি ইলেকট্রিক টাওয়ারে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দু্র্গাপুর মহকুমা হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজয় পেশায় রাজমিস্ত্রী ছিল। শ্রাবন্তী এবার মাধ্যমিক দিয়েছিল। অজয়ের বাবা সাধুচরণ বাগদি ও শ্রাবন্তীর বাবা রাজু রুইদাস পেশায় দিনমজুর। অজয় ও শ্রাবন্তীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে। তবে উভয় পরিবারের লোকজন এবিষয়ে অবগত ছিল না বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook