.
মঙ্গলবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরের বিধান নগরের পাম্প হাউস সংলগ্ন জঙ্গল থেকে। জানা গেছে, বিষয়টি প্রথমে সাফাই কর্মীদের নজরে পড়তেই তাঁরা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি অন্তত দুই তিন আগের। এর পিছনে কি রহস্য রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। মৃত ব্যক্তির পকেট থেকে একটি মোবাইল এবং চাবির গোছা উদ্ধার হয়েছে। পুলিশ রহস্য উন্মোচন করতে এই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
Like Us On Facebook