দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা থানার বনগ্রামের বাগদি পাড়ায বুধবার সাত সকালে় বাঁশ গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম বিষ্টু বাগদি( ৩৫)। স্থানীয় মানুষ লাউদোহা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
স্থানীয় মানুষ মনে করছেন এটি আত্মহত্যা নয় খুনের ঘটনা। বিষ্টুকে খুন করে সম্ভবত বাঁশ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষ্টুর হাঁটু মাটি স্পর্শ করে ছিল। তাই স্থানীয় মানুষ আত্মহত্যার তত্ব উড়িয়ে দিয়ে খুন বলেই মনে করেছেন। পুলিশ সব দিক খতিয়ে দেখতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে বিষ্টুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিস্টু শ্বশুরবাড়িতেই থাকত। বুধবার সকালে স্থানীয় বেলতলা শ্মশানের বাঁশ গাছ থেকে বিষ্টুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। উল্লেখ্য, ২২ মে একই ভাবে লাউদোহা থানার অন্তর্গত গৌরবাজারে আর এক জামাই অজয় ধীবরকেও একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দিন পনেরোর মধ্যে একই ব্লকে পরপর দুই জামাইয়ের অস্বাভাবিক মৃত্যুর র্ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।