দুর্গাপুরের বেসরকারি বেঙ্গল কলেজের এমবিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বিধান নগরের একটি মেস থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় সোমবার। মৃত ছাত্রীর নাম মুসকান সিং (২৪)। বাড়ি ধানবাদের বাবুরডিতে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মৃত মুসকানের বাবা মা দুর্গাপুরে এসে পৌঁছেছেন। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মুসকান সিং দুর্গাপুরের বিধান নগরের বেঙ্গল কলেজের এমবিএ’র দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। বিধান নগরের মুকুন্দরাম সরণিতে সহপাঠীদের সঙ্গে একটি মেসে থাকত মুসকান।
মেসের মালিক সুভাষ দেবনাথ বলেন, ‘মুসকানের এক সহপাঠী সুনিধি কয়েকদিন আগে বাড়ি যায়। সুনিধি মুসকানের সঙ্গে এদিন বার বার যোগাযোগের চেষ্টা করেও মুসকানকে না পেয়ে অন্যান্য সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে। তারা মেসের তিন তলার মুসকানের রুমে গিয়ে দেখ দরজা ভিতর থেকে বন্ধ। জানালা দিয়ে রুমের ভিতর উঁকি দিতেই দেখে মুসকান রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।’ এরপরে ওই সহপাঠীরা বিষয়টি মেস মালিক, পুলিশ ও মুসকানের বাড়িতে খবর দেয়। মেসের মালিক সুভাষ দেবনাথ বলেন, ‘মুসকান খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। পড়াশোনা নিয়েই থাকত। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেত না মুসকান। কেন যে মুসকান মৃত্যুর পথ বেছে নিল বুঝে উঠতে পারছি না।’ এদিকে মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ধানবাদ থেকে দুর্গাপুর ছুটে আসেনা মুসকানের বাবা, মা ও পরিবারের লোকজন।