দুর্গাপুরে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে খুনের অভিযোগে পুলিশ মৃতার স্বামীকে গ্রেফতার করল। জানা গেছে মৃতার নাম টুম্পা সূত্রধর। পুরুলিয়ার নামোপাড়ার বাসিন্দা টুম্পার সঙ্গে ৯ বছর আগে দুর্গাপুরের এমএএমসির বি২’র বাসিন্দা ধীরেন সূত্রধরের বিয়ে হয়। যৌথ পরিবার ধীরেনদের। টুম্পা ও ধীরেনের একটি ৮ বছরের মেয়ে রয়েছে।
টুম্পার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে ধীরেন টুম্পাকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরমধ্যেই ধীরেনের সঙ্গে টুম্পার জায়ের অবৈধ সম্পর্ক স্থাপন হয়। টুম্পা সেই অবৈধ সম্পর্ক জেনে ফেলায় টুম্পার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বেড়ে যায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে টুম্পাকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে টুম্পার শ্বশুর বাড়ির লোকজন। এরপর খবর দেওয়া হয় পুরুলিয়ায়। টুম্পার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, টুম্পা স্বামী ও জায়ের অবৈধ সম্পর্ক জেনে ফেলায় টুম্পাকে শ্বশুর বাড়ির লোকজন মেরে ঝুলিয়ে দেয়। টুম্পার পরিবারের লোকজন নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করে টুম্পার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। পুলিশ অভিযোগের ভিত্তিতে টুম্পার স্বামী ধীরেন সূত্রধরকে গ্রেফতার করেছে।