শ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠানের পরের দিন সগড়ভাঙায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বাঁকুড়া মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডা. নিমাই চন্দ্র দেবনাথ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার নিমাইবাবুর শ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। সগড়ভাঙাতেই চলছিল এই অনুষ্ঠান। নিমাইবাবু দুর্গাপুরের সগড়ভাঙায় নিজের বাড়িতেই ছিলেন। এদিন বাড়ির লোকজন নিমাইবাবুকে ডাকতে গিয়ে কোন সাড়া না পেয়ে পড়শিদের সাহায‍্যে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেন। পুলিশ এটি আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিক ভাবে মনে করলেও কেন ডা. নিমাই চন্দ্র দেবনাথ আত্মহত্যা করলেন সে বিষয়ে সকলেই ধোঁয়াশায় রয়েছে।

রহস্য উন্মোচনে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্তে নেমেছে। জানা গেছে দুর্গাপুরের বিধান চন্দ্র ইনস্টিটিউটের ছাত্র নিমাই চন্দ্র দেবনাথ কলকাতার নীলরতন মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। ২০০৮ সালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার হিসাবে কাজে যোগ দেন। পরবর্তী সময়ে বাঁকুড়া মেডিকেল কলেজের ডেপুটি সুপার পদে যোগ দেন। ডা. নিমাই চন্দ্র দেবনাথের স্ত্রীও একজন সরকারি চিকিৎসক।

Like Us On Facebook