বৃহস্পতিবার সকালে কাঁকসার গোপালপুরের সত্যনারায়ণপল্লী এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এদিন সকালে গৃহবধূ সুপর্ণার ঘরের বন্ধ দরজায় অনেক ধাক্কা ধাক্কি করে কোন সাড়া না পেয়ে অবশেষে পুলিশ কে খবর দেওয়া হয়। কাঁকসা থানার পুলিশ গিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সুপর্ণা বিশ্বাসের (২০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২৯ মে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের বাসিন্দা সুপর্ণার বিয়ে হয় কাঁকসা গোপালপুরের সুশেন বিশ্বাসের সাথে। সুশেন পেশায় রাজমিস্ত্রী। এদিনের ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর সুরেশ বিস্বাস ও স্বামী সুশেনকে আটক করেছে। মৃতার বাড়িতে খবর দেওয়া হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
Like Us On Facebook