চরম আর্থিক অনটনের মধ্যে পড়াশোনা করে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার পানশিউলী উচ্চ বিদ্যালয়ের এক প্রতিবন্ধী ছাত্রী মনসা হাজরা মাধ‍্যমিক পরীক্ষায় অপ্রত্যাশিত ফল করল। মনসার প্রাপ্ত নম্বর ৪১৩। মনসার বাড়ি লাউদোহার চন্দ্রডাঙ্গায়। বাবা মধুসূদন হাজরা দিন মজুরের কাজ করেন।

জন্মসূত্রে মনসার পা দুটি ত্রুটিপূর্ণ। স্বাভাবিকভাবেই বাবাকে স্বল্প রোজগারেই মেয়ের একদিকে চিকিৎসা অন‍্যদিকে পড়াশোনার খরচ চালাতে হয়েছে। মনসার পা দুটিতে ত্রুটির সঙ্গে সঙ্গে হাতের আঙুলগুলি অস্বাভাবিক ও লিখতে গেলে কাঁপে। ঠিকমতো পেন ধরতে পারেনা বলে জানা গেছে। এই অবস্থায় মনের জোরকে সম্বল করে মাধ‍্যমিক পরীক্ষা দেয়। জানা গেছে, তার স্কুলের ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উল্লেখযোগ্য নম্বর পায় সে। প্রতিবন্ধকতাকে জয় করে মনসা আজ সফল হওয়ায় স্কুলের সহপাঠী থেকে স্কুলের শিক্ষক মহল খুশি। পাশাপাশি মনসার পরিবার সহ পাড়া-প্রতিবেশীরাও খুশির কথা জানান।

Like Us On Facebook