এই অনুষ্ঠান চলাকালীন হুমকি ফোন পান প্রভাতবাবু

দুর্গাপুরের সিধু কানহু স্টেডিয়ামে রবিবার রাষ্ট্রীয় অস্থি বিকলাঙ্গ সংস্থার সহযোগিতায় একটি প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের সনাক্তকরন শিবির হল রবিবার। দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডের সমস্ত প্রতিবন্ধীদের সম্পূর্ণ বিনামুল্যে সরঞ্জাম দেওয়ার প্রস্তুতি শিবির হল বলে জানা গেছে। পরের কোন একটি অনুষ্ঠানে প্রতিবন্ধীদের যাতায়াত ও  ব্যবহার যোগ্য সরঞ্জাম দেওয়া হবে বলে জানা গেছে। দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখার্জী ছাড়াও দুর্গাপুরের মহকুমাশাসক তথা পশ্চিম বর্ধমানের উন্নয়ন দপ্তরের অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা সহ তৃণমূল কংগ্রেসের অনেক নেতা ও নগর নিগমের সমস্ত কাউন্সিলররা এদিন উপস্থিত ছিলেন।

Like Us On Facebook