মন্দিরে সংক্রমণ রুখতে দুর্গাপুরের ভিরিঙ্গী শ্মশানকালী মন্দিরে ১ জুন থেকে ভক্তদের হাতে স্যানিটাইজার দেওয়া শুরু হল। সোমবার মন্দিরে গিয়ে দেখা যায় মন্দিরের ভিতরে হাত ধোয়ার জায়গায় ভক্তরা মন্দির কর্তৃপক্ষের দেওয়া হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে স্যানিটাইজার নিয়ে হাত জীবাণু মুক্ত করছেন। আবার মন্দির কর্তৃপক্ষের একজন পুরোহিত মূল মন্দিরের প্রবেশ দ্বারের সামনে ভক্তদের হাতে স্যানিটাইজার স্প্রে করে দিচ্ছেন। স্বাস্থ্য বিধি মেনেই এবার থেকে সমস্ত মন্দিরে ভক্তদের স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং ভক্তদের অতি অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে মন্দিরে পূজো দিতে হলে। ভক্তরা যাতে এই নিয়ম মেনে মন্দিরে পুজো দেন তা কর্তৃপক্ষকেই সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার থেকে লকডাউনে রাজ্য সরকার স্বাস্থ্য বিধি মোতাবেক নির্দিষ্ট নিয়মে ছাড় দিয়েছে মন্দির খোলার। তবে এখনই বেশ কিছু মন্দির খুলতে নারাজ সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ বলে জানা গেছে। দুর্গাপুরের ভিরিঙ্গী শ্মশানকালী মন্দির লকডাউনে মূল প্রবেশদ্বার বন্ধ থাকলেও মন্দিরে প্রতিদিন মায়ের নিত্য পুজো ও অমাবস্যার বিশেষ পুজো হোম যাগ-যজ্ঞ হচ্ছিল স্বাস্থ্য বিধি মেনেই। ধর্মস্থান খোলার ব্যাপারে রাজ্য সরকারের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে ১ জুন থেকে মন্দির খুললে ভক্তরা মায়ের দর্শনে এদিন মন্দিরে আসেন। কেউ কেউ মন্দিরে এসে নববর্ষের হাল খাতা মহরৎ করান।