gurunanak-jayanti3সোমবার জেলাজুড়ে মহা সমারোহে গুরু নানকের ৫৪৮ তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। আজকের এই তিথিতে ১৪৬৯ সালে অবিভক্ত ভারতবর্ষে পাঞ্জাব প্রদেশে তালবন্দি গ্রামে নানকের জন্ম হয়। শিখ সম্প্রদায়ের মানুষ গুরু নানকের জন্মদিনটিকে গুরুনানক জয়ন্তী হিসাবে উদযাপন করে থাকেন। এই উৎসব সারা বিশ্বজুড়ে শিখ সম্প্রদায় বিশেষ সমারোহে শ্রদ্ধার সঙ্গে পালন করেন।

দুর্গাপুরের গুরুদ্বারে আজ প্রচুর ভক্তের সমাগম হয়। গুরুদ্বার প্রবন্ধক কমিটির পক্ষ থেকে জানা গেছে আজ প্রায় ৮০০০ ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় গুরুদ্বার থেকে একটি শোভাযাত্রা বের হবে। দুর্গাপুর সেবা খালসার পক্ষ থেকে দলবিন্দর সিং বর্ধমান ডট কমকে বলেন,”আজ পরম পবিত্র দিন। গুরুজীর ৫৪৮ তম জন্ম দিবস পালন করছি আমরা। আজ প্রায় ৮০০০ ভক্ত গুরুজীর ভোগ গ্রহণ করেছেন। এছাড়াও অনেক পথ চলতি মানুষকে সরবৎ বিতরণ করা হয়।”

gurunanak-jayanti2