আগামী ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০ তম জন্ম বার্ষিকী। সেই ‘গুরুপরব’ উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে কর্নাটকের বিদরের গুরু নানক গুরুদোয়ারা থেকে ২ জুন ‘গুরু নানক প্রকাশ যাত্রা’ নামে এক শোভাযাত্রা বের হয়েছে। এই শোভাযাত্রা ১৯টি রাজ্য ঘুরবে বলে জানা গেছে।
এই শোভাযাত্রা বিভিন্ন রাজ্য ঘুরে শনিবার কলকাতা থেকে বর্ধমান হয়ে পানাগড়ে পৌঁছয়। পানাগড় গুরুদোয়ারায় এই যাত্রাকে স্বাগত জানান পানাগড় গুরুদোয়ারার প্রবন্ধক কমিটির সদস্যরা। এরপর শোভাযাত্রা এসে পৌঁছয় দুর্গাপুরের বেনাচিতি গুরুদোয়ারায়। গুরু নানক প্রকাশ যাত্রা দর্শন করতে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষজন পরম শ্রদ্ধা নিয়ে রাস্তার দুধারে ভিড় করেন। দেশজুড়ে গুরু নানকের সেবা, করুণা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই যাত্রা বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?