.

গুরু গোবিন্দ সিংয়ের ৩৫১ তম জন্মবার্ষিকী রবিবার মহা ধুমধামে পালন করা হল দুর্গাপুরে। দুর্গাপুরের সেবা খালসা দল রবিবার বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে গুরু গোবিন্দ সিংয়ের ৩৫১ তম জন্মবার্ষিকী পালন করে। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের ভিড়িঙ্গী থেকে গুরুদোয়ারা পর্যন্ত নাচন রোড ধরে বিশাল এক শোভাযাত্রা বের হয়। রাস্তার দুই ধারে প্রচুর মানুষ এই শোভাযাত্রার দর্শন করেন।



Like Us On Facebook